তোর হলদে শাড়ির ভাঁজে
খুব গোপনে যেমন করে
চোরকাঁটাটি লুকিয়ে আছে,
তেমনি করেই নকশা আঁকি
তোরই মনের খুব কাছে!
তোর হলদে শাড়ির ভাঁজে
কতো এ মন লুকিয়ে রবে,
'ভালোবাসি'... ভীষণরকম
কথাটি আজ বলতে হবে!
কাব্য আমার খাতার ভাঁজে
বিফলে যায়, হয়না গতি,
তুই যে প্রেমের কাব্যগাথা,
রাজহংসী,... আমার সরস্বতী!
30th January, 2020
রবীন্দ্র আবাসন, টালিগঞ্জ, কোলকাতা।