🍂
সবাই আমার কবিতা পড়ে না
যে মেয়েটি কোনো এক সন্ধ্যায়
অকারণ পড়েছিলো আমার কবিতা
কেঁদেছিলো অবারণ..,
সে মেয়েটিকে আগে দেখিনি কোনোদিন!

আপ রানাঘাট লোকালের প্যাচপেচে ঘামে
গাদাগাদি ভিড়ে মানুষের ঘেরাটোপে বন্দী দু'জন
বড়ো বেশি কাছাকাছি, স্মার্টফোনে চোখ রাখি
ইতস্তত মন, মাঝে মাঝে চোখাচোখি
কেটে যায় সময়— প্রহর মিনিট ঘন্টা  
কখন যেন এসে যায় শিয়ালদহ স্টেশন
মনে হয় যেন কত তাড়াতাড়ি
একসাথে বাড়ি ফেরা হয়নি কোনোদিন
ভালোবাসার চাঁদ ওঠেনি তার ইশারায়
সেই জাদু-বাস্তব ঘেরাটোপ আর আসেনি কোনোদিন!

উনিশের বেপরোয়া যৌবনে লিখেছি কবিতা
আজও লিখে চলেছি কতশত কবিতা, শুধু
যে মেয়েটি অকারণ পড়েছিল আমার কবিতা
কেঁদেছিলো অবারণ
ছুঁয়ে দেখা হয়নি শরীর-মন তার
আজ শুধু কলম ছুঁয়ে ছুঁয়ে যায়
ফাগুনের আগুন মাখা উদ্ভ্রান্ত উনিশ
আমার স্বপ্নের সেই একফালি সোনালী উনিশ!

🍂
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ১০|০৭|২০২০