(জীবনানন্দের প্রতি শ্রদ্ধাঞ্জলি)

🍂
হতাশা, বিপন্নতাবোধের, ‘ধূসর পাণ্ডুলিপি’ জীবন
ভালোবাসাহীনতার ক্ষতবিক্ষত আত্মার
নির্জন কবিতার নাম জীবনানন্দ-রেখচিত্র!
আমার ছন্নছাড়া, মার খাওয়া, পোড় খাওয়া
ক্লিন্ন জীবনের আশ্রয়স্থল।
তুমি জীবনের, নাকি মৃত্যুর?
প্রশ্নচিহ্ন উঠে যায় বারবার—
আসলে, তুমি জীবনের মধ্যে মৃত্যু, মৃত্যুর মধ্যে জীবন
কোলাহলের মধ্যে নীল নির্জনতায় মিলেমিশে একাকার!

🍂
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ২৯|০৮|২০২১