🍁
যখন কর্পোরেশনের বড় রাস্তা হল
পাঁচিলের পাশে বুড়ো শিউলি গাছটা
পে-লোডার দিয়ে কাটা হল
আজন্মের শেকড়সুদ্ধ সে উৎপাটিত
ফুলে ভরা গাছটার
অন্ত্যেষ্টি হল
এমনই চোখের সামনে
ঘটে যাওয়া শোক
অনেক সয়েছি
জ্বলন্ত মোমবাতিটা
গলে গলে পড়ছে
দেখি আর ভাবি
অপরকে আলো দিতে দিতে
নিজেই কেমন একটু একটু করে
ফুরিয়ে যাচ্ছে…
হায়!
এমনি করে আমাদের চারপাশে
আস্ত জিনিস নিঃশেষিত হয়ে যাচ্ছে
নিরন্তর ঘটে চলেছে চোখের সামনে
এমনই কত যে শোক…
🍁
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ২৯|০৬|২০২৩