মা ভালোবাসার সমার্থক,
মা ও ভালোবাসা
একে অপরের পরিপূরক।
আমার চেতনায় তুমি
আমার হৃদয়ে তুমি...
মাতৃদিবস-এর মানে জানি না
কোন বিশেষ দিনে তোমাকে খুঁজি না
তুমি আছো মনখারাপের প্রতিটি অণুতে
তুমি আছো প্রতিটি দিনের দিনলিপিতে
চলে গেছো বহু দূরে,... তারাদের দেশে
তবু আছো তুমি আমার অন্তর-আকাশে।
আজ, বড়ো দুঃসময়,
অনিবার্য সময়-স্রোতে
ভেসে যাচ্ছে পীড়িত সময়...
জীবনকে তোলপাড় করে, বিপন্ন করে।
বিষন্নতার অদ্ভুত পীড়ন থেকে
উঠে আসে গাঢ় বেদনার আর্তনাদ!
তুমিই তো দিয়েছো জ্ঞানের আলো
দিয়েছো ক্ষমাশীল আলো...
তোমার ক্ষমাশীল আলোর সহ্যশক্তি দিয়ে
এখনো গড়ে তুলি প্রতিরোধ প্রতিঘাত।
আজ হাওয়ায় ভাসে বিপথগামী সুর
প্রতি মুহূর্তে হৃদয় বিদ্ধ করে ভয়ের নখর
তবু জীবন কে বড়ো ভালোবাসি,
অপেক্ষায় থাকি...,
তোমার নির্ভরতায়, তোমার ছায়ায়...
আজও ভালোবাসা নিয়ে বেঁচে আছি...!
10th মে, 2020
রবীন্দ্র আবাসন, টালিগঞ্জ, কোলকাতা।