'মা' ... ছোট্ট একটা মধুর শব্দ
যাতে মিশে আছে আমার সমস্ত অস্তিত্ব।
আজ "বিশ্ব মাতৃ দিবস"...
তোমাকে প্রণিপাত অহর্নিশ।
যদিও, মা কে ভালোবাসার জন্য
লাগে না কোনও বিশেষ দিন ...,
মা আছে আমার হৃদয়ে চিরদিন।
মা এক মমতাময়ী সত্তা
মা শব্দের এটাই সারবত্তা।
"বিশ্ব মাতৃ দিবস" এর এই বিশেষ দিনে
পৃথিবীর সমস্ত মা কে জানাই ...
আমার অন্তরের ভালোবাসা ও প্রণাম
প্রতিটি মানুষের হৃদয়ে মা বেঁচে থাক
আজীবন ... অনুক্ষণ ... অবিরাম।

12th May, 2019
রবীন্দ্র আবাসন, হরিদেবপুর, কোলকাতা।