মনে পড়লেই,
হৃদয়ে জেগে ওঠে বিষাদ
সেদিনের সেই বিষন্ন রাত!
ছুঁড়ে দিয়েছিলে আঁচলের ফাঁকে
আমার স্বপ্নের একফালি চাঁদে ...
গরম স্রোত ভেসে এসেছিলো শূন্য থালাতে!
আজ হৃদয়ের দগ্ধ বসন্তের ক্ষতে
অসুস্থ প্রেম এসে ডানা ঝাপ্টায়
দিশাহীন বিপন্ন পাখির মতো,
শরীরে খুঁজে বেড়াই বিনিময়ের জীবন যাপন
কেবলই চুইয়ে পড়ে জল, ... যন্ত্রণা নিষিক্ত!
বিষণ্ণ প্রেম আসে অনন্ত বিস্ময়ে
অভিলাষী স্বপ্ন নিয়ে, দৃশ্য-অদৃশ্যে ...
দূর আকাশে তারাদের দেশে
অবশেষে, ..... ব্যর্থ প্রয়াসে!
8th June, 2019
রবীন্দ্র আবাসন, টালিগঞ্জ, কোলকাতা।