বেপাড়ায় বসন্তবিকেলে কবিতার কোলাজ উৎসব
পাঞ্জাবি, লাল নীল কুর্তি-সালোয়ার, প্রিন্টেড শাড়ি।
আমার বসন্তের ভার নিয়ে হাঁটতে কষ্ট হয় আজ
জীবন, কেমন গড়িয়ে চলেছে দ্রুত..
আমার সময়, আমি হারিয়ে ফেলেছি
পদ্মপাতায় রাখা উল্লাস, গড়িয়ে পড়েছে কখন
কাঁধের ওপর মাথা রাখা বিশ্বাস বাস্তুহারা
বর্ণ, গন্ধ, শব্দেরা চারিদিকে লাফালাফি করে
ইঙ্গিত, ইশারা তেমন টের পাই না আর—
না রক্তের, না মৃদঙ্গের, না বসন্তবাতাসের!
দু'একটা আরশোলা, ইঁদুর ইতস্তত দৌড়ে যায়
সামান্য তা টের পেলেও, লাফাতে পারি না আর
মাঝে মাঝে বিষণ্ণবিকেল কামড় দিয়ে যায়
দিগন্তে মেঘলা আকাশ মুখ ভ্যাঙচায়।
পাশের বাড়ির মিসেস বলছেন, —
"নাদীম, মাংসে আর একটু হলুদ দাও, এক চামচ নুন
একটু হট চাইলে, —একটু চিলি-ও মেশাতে পারো.."
আহা! ওদের আহ্লাদের মিশেল
কতই না রঙিন, কতই না মসলাদার!