খবরের শিরোনামে, "পরিযায়ী শ্রমিক", পা'য়ে পা'য়ে উড্ডীন
পরিযায়ী বাতাসে, আমি ওড়াই আকাশে ঘুড়িচিঠি একদিন
হাওয়ারা দিক বদলালে,..ওরা হয়তো,
ফিরে পাবে, সাধের সোনাঝুরি, অশ্বত্থ ..
ওরা খুঁজে পাবে .. শেকড়ের স্মৃতি, ওদের আজন্মের সাকিন.. !
30th মে, 2020
রবীন্দ্র আবাসন, টালিগঞ্জ, কোলকাতা।