🍂
আকাশের সঙ্গে স্বপ্নসড়কে উড়ে যেতে যেতে
লাটাই-সুতোয় টানটান সম্পর্কের টানাপোড়েন
ভেজা কাঁথায় গোপন কান্নার অতলান্ত নদী
দু'পারে রেখে যায় প্রাণের নিস্তরঙ্গ জলছাপ
ঝুলন্ত সেতুটা ভেঙে দিলেই কি সব শেষ হয়?
অন্ধকারের ভিতরও এক চেনা অন্ধকার থাকে
মাইলের পর মাইল হেঁটে যায় সম্পর্কের নদী
সময়ের ক্লোন থেকে শুশ্রূষায় জাগে জন্মান্তর
স্মৃতি, নিস্তারহীন আলিঙ্গন, আষ্টেপৃষ্ঠে জড়ানো
জন্মদাগের মত লেগে থাকা দগদগে ইতিহাস!

🍂
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ১৯ জানুয়ারি ২০২২