ছবিতে স্মৃতি
এঁকেছ তুমি
আমার বুকের ভিতরে
গুহাচিত্রের মত;
হয় তো প্রাচীন শিলালিপির মত,
পাঠোদ্ধার করতে পারে না সবাই!
আমি কিন্তু জানি,
তুমি আছ নিরন্তর
স্মৃতির ছবি হয়ে
আমার হৃদয়ের গভীরে গ্রথিত
ভালবাসার নীরব সাক্ষী হয়ে..!
19th August, 2020
রবীন্দ্র আবাসন, টালিগঞ্জ, কোলকাতা।