🍂
স্বাধীনতা আসবে বলে—
রঙিন ফেস্টুন, ব্যানার নিয়ে মিছিল আসে।
অথচ, খুন হয়, ধর্ষণ হয় আজও
রাস্তা লাল হয়, জনপদ মুছে যায়
বহু কষ্টার্জিত এই স্বাধীনতার দেশে!
এভাবেই আমাদের অধিকারের নিঃস্ব ছবি
ভেসে ওঠে নদীর স্রোতের উপর
আবার, কখনও ফসফরাস-ও জাগে
ফুঁসে ওঠা সমুদ্রের উত্তাল ঢেউয়ের গর্জনে
আকাশে প্রভাব পড়ে তার বর্ষার অশ্রু বর্ষণে।
অনেকদিন পর,... হয়তো আবার দিনশেষে
হিংসা থেকে সরে এসে
একটি ভোরের পরে অন্য ভোরে এসে
সত্যিকারের অর্জিত স্বাধীনতা মেশে!
🍂
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ২৫ আগস্ট ২০২৩
*সংরক্ষিত : @dipak_bera