🎊
উৎসব মধুময়, মঙ্গলময় হোক
উৎসব হোক সর্বজনীন, .. সর্বাঙ্গীন
উৎসব হোক জীবনের রঙে রঙিন
উৎসবে নয় কোনো ভেদাভেদ, বিদ্বেষ
উৎসব হোক জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষ
উৎসবে হোক অনাবিল আনন্দ, মজা আর মজা
হোক সে খুশির ঈদ, বড়দিন কিংবা দুর্গা পূজা
উৎসব হৃদয়ে হৃদয় বাঁধার একটাই সূত্র
উৎসব হোক মহামিলনের মহান ক্ষেত্র
জাগুক চেতনা, এক জাতি এক প্রাণ
উৎসবে মুখর হোক, ... মানবতার গান
মাতুক প্রাণ, থাকো সদা আনন্দে মশগুল
মানুষের উৎসবে মিশে ভাঙুক সব ভুল
ফুটুক হৃদয় বৃন্তে হাজার তারার ফুল!
🌷
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ০৫|০৬|২০১৯