🍁
প্রথম ভালােবাসার উত্তাপ, স্পর্শ মেখে
প্রথম উচ্চারিত শব্দে ‘মা’ ডেকে ডেকে
যখন অনেক দূরে চলে যাই,
আর অনেকটা বেলা হয়ে যায়..
দুঃসময়ে আর দুর্যোগে যখন সবাই মুখ ফিরিয়ে নেয়,
উদভ্রান্ত বিবাগি উচাটন মন যখন
ক্রমাগত ভেসে যায় হতাশার অন্ধকারে;
তখন অবাক বিস্ময়ের মধ্যে দেখি
প্রলম্বিত মােমের আলাের মত গলে গলে পড়ছে
আমার মায়ের হিরন্ময় স্তন্যসুধা!
সলতে পােড়া গন্ধে উঠে আসে
ধ্রুবকের মত এক আশ্চর্য অনুভূতি;
ক্রমশ প্রতীয়মান হয়—
অপার মাতৃস্নেহের এক উজ্জীবিত মুখ
নিস্পাপ নিঃসীম হয়ে আমার চোখের গভীরে!
🍁
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ০৯|০৫|২০২২