(নজরুল স্মরণে শ্রদ্ধাঞ্জলি)

🍁
কাজী নজরুল, তুমি প্রথমত এক কবি
অথচ— নও তুমি শুধুমাত্র এক কবি সত্তা
তুমি মহাসংগ্রামী, মহাবিদ্রোহী এক বিপ্লব শিখা
তুমি অগ্নিবীণার ঝংকার, প্রতিরোধের আংরাখা
কবিতাই তোমার সংগ্রাম ও দ্রোহের ভাষা
যে বিদ্রোহ পদানত পরাধীনতার বিপক্ষে
শোষণ, শাসন আর অন্যায় অবিচারের বিপক্ষে
সাম্প্রদায়িক ভেদাভেদ ও জাতপাতের বিরুদ্ধে
তোমার কবিতা, গান স্বাধীনতার উদ্দীপিত সুর
তোমার কৈফিয়ৎ সমকালীন জীবনযন্ত্রণার ভাষা
যত অন্যায় অবিচার, তুমি ভেঙে কর সব চুরমার
তুমি প্রলয়ংকরী উথাল পাথাল কীর্তিনাশা প্লাবন
শিল্প-সাহিত্যে নান্দনিকতার বাঁধা গতের বিপরীত স্রোত
নতুনত্বের প্রয়াসী, প্রচলিত ধরনের ছকভাঙা ব্যাকরণ
ভাঙন খননের স্বতন্ত্র পথ, বিদ্রোহের ভিন্নতর উচ্চারণ
তুমি অসুর-পুরের শোর, আধুনিক প্রগতির কামাল পাশা
কাজী নজরুল—
জীর্ণ পুরাতন যত আধিপত্যবাদ, আর
ধর্মীয় গোঁড়ামি ভাঙার মুক্তির দিশা
নজরুল মহাসংগ্রামী বিপ্লবী, মহাবিদ্রোহী মহারণ
আবার তিনিই অক্লেশে কালী ও কৃষ্ণের মরমী গান
তিনি মানবতাবাদ, লিঙ্গবৈষম্যহীন, জাতপাতহীন
শ্রেণিশোষণহীন সমাজের স্বপ্নে উদারতার সামগান
সাম্প্রতিক সাম্প্রদায়িক হিংসা বিধ্বস্ত ভারতবর্ষে
কাজী নজরুল আজও সমান প্রাসঙ্গিক ও চলমান...

🍁🙏
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ২৩|০৫|২০২৪