🍁
তুমি এসেছিলে এক মধুমাসে ---
মদির মধুগন্ধ নমনীয় খাদ বেয়ে
প্রগলভ আগুন নিয়ে বাতাসে
কবেকার ছায়াঘরে জলছবি নদীপাড়ে।
শালিখের উঁকিঝুঁকি, পড়োশির পাঁচকান এড়িয়ে
শুনিয়েছিলে মহুয়ার বনে নিষিদ্ধ মাদলের গান
শীর্ণকায়া নদীটির বুকে তখন তীব্র দহন
উন্মাদ নদীর পরবাসে পলাশের রঙ মাখে রোদবাড়ি..
খুলে যায় যত বারণ,.. ভেঙে যায় স্বেচ্ছা-নির্বাসন!

🍁
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ১৬ জানুয়ারি ২০২২