মা, তুমি আসবে বলে -
পেতে রেখে ধুলোর আসন বসে আছি নিরলস
বুকে ধরেছি পারিজাত রেণু মাখা জলের কলস।
পথের কণ্টক সরিয়ে সাজিয়েছি পথ ফুলে ফুলে
তুমি আসবে বলে, তোমার পদভার রাখবে বলে।
আছে অলস তটিনী কুলকুল, বহমান পুণ্যশীলা
তোমার পবিত্র অবগাহন নিমিত্ত আজি এইবেলা।
অনুষ্টুপ্ ছন্দ থেকে সঙ্গীত ভরা আছে হৃদয় প্রাণ
বিধ্বংসী ঝড় সামলে প্রদীপ খানি জ্বলে অনির্বাণ।
স্বপ্নের মতো জোনাকিরা ছড়িয়ে দিয়েছে আলো
দশ হাতে দশ অস্ত্র নিয়ে ত্রিনেত্রের আগুন জ্বালো।
ঘন কালো অরণ্য মাটি বিদীর্ণ করে হানো ত্রিশূল
পৃথিবীর মানুষখেকো মানুষগুলোকে করো নির্মূল।।
মানুষকে মানুষকে, 2018
কোলা ঘাট তাপ বিদ্যুৎ কেন্দ্র উপনগর।