(অণুকবিতা)


প্রেমিক হওয়ার সাধ বড়..
অভাবের সংসারে
আমি একা সৈনিক,
দুঃসাহসের গোলাপটা ছুঁড়ে ফেলি;
মায়ের জীবনদায়ী ওষুধটা কেনা জরুরী এখন!

টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল : ২৫শে মার্চ, ২০২৩