ভালোবাসাও আজ খেলা,.. একপ্রকার সন্ত্রাস!
সিকোয়েন্স বুঝে ফ্রিকোয়েন্সি বদলায় পরিচালক
দূরে চিরহরিৎ প্রেমের আঁচল বিছিয়ে রাখে রাধা
প্রদীপশিখার তেল পুড়ে যায়, রাধা নেচে যায়..
অথচ, কদম্বের শাখায় মোহনবাঁশি আর বাজে না
প্রেমের র্যাডার থেকে হঠাৎ হারিয়ে যায় গাঙচিল
নিভে যায় প্রদীপ, থেমে যায় আয়োজন, কারুকাজ!
সিনেমার মত চমকে দিয়ে হঠাৎ দৃশ্যফ্রেম বদলায়
প্রথম আলাপেই শরীর জুড়ে খেলে যায় খাজুরাহো
মিলনের সন্ধিক্ষণে মোহনায় ভেসে যায় অবলীলায়
বেওয়ারিশ খাজুরাহো ছবিসব সেভ হয় গুগলড্রাইভে
সন্ত্রাসবিধ্বস্ত যুবতীটি কান্না লুকায় হৃদয়ের হার্ডডিস্কে!