💕
ফাল্গুনের এমনই হালকা শীতের কোনও এক নরম রোদের দুপুরে ফাঁকা মাঠে ঘূর্ণি হাওয়ার খড়কুটো নিয়ে, ধুলোবালি নিয়ে এলোমেলো ঘুরপাক দিয়ে উদ্দাম গোল্লা-ছুট খেলা। কতশত ভাব-আড়ির মাঝে পড়ে থাকা ভাঙা মাটির রান্নাবাটি পাত্র, নদীর ভাঙা পাড়, নদীর ছেড়ে যাওয়া কবেকার করুণ ও একাকী খাত, নদীর তীরের পলি মাটির থাক-থাক ঢেউ... এইসব — কী অপরূপ বিমূর্ত ছবি, এক-একটা নকশা তৈরি করে রেখে দেয় আমাদের মনের গহীনে। তাল-লয়-ছন্দ মিলে এক আত্মার ধ্বনি। যার প্রাণ আছে, স্পন্দন আছে। তার নীরব নিশ্চুপ শব্দের ধ্বনি কানে বাজে না, বাজে চেতনায়, প্রাণে। মানুষের সেই গান তো ফেলে আসা পথের প্রান্তে একাকী দাঁড়িয়ে থাকা কোনও এক গাছের পাতার নিস্বন। জীবনের কোনও এক বিশেষ ঘটনা ঘটে যাওয়ার বহুকাল পরেও একটা নিষ্কাসিত ও প্রতিশ্রুত বাস্তব ফিরে এসে কবিকে উসকানি দিতে পারে — একটা কবিতা লেখার — আর সেই কবিতার শিরোনাম— "ভালোবাসা দিন"...
💕
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ১৪ ফেব্রুয়ারি ২০২৫