🍁
জীবন তো মাত্র ক'দিনের, তবু
'তাজমহল' দাঁড়িয়ে আছে অমর প্রেমের নিদর্শন।
'ক্ষুধা ও পরিশ্রম দীর্ঘজীবী'—
রাজমিস্ত্রিরা আজও ইট গেঁথে চলে...

🍁
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ০৬|০৭|২০২৩