🍁
কিছু ছেঁড়া পাতা কতদূর থেকে উড়ে এসে
ঝড়ের সাথে এক সংকেত এনেছে
পাতায় কেন জমে এত অভিমান
জানে না তা কদম্ব শাখা কিংবা বাঁশি
শরীর জুড়ে উৎসব, মহোৎসব
উত্তাপ পেয়ে ভুলে যায় যত কৃতঘ্ন শরীর!

খিদে পেটে ছোটে বাঘ হরিণের পিছে
দিনাবসানের সূর্য ডোবে
গভীর আঁধার নামে অথবা অতল
আহার ছেড়ে কোন খিদের চোটে
কারা ছোটে ইতিউতি শিকারের লোভে?
হয়তো জানে সেটা পুরনো দেওয়াল
পলেস্তরা খসে পড়ে, ঝরে পড়ে ফিসফাস
ভালোবাসা আজ ফরমালিনে ধুয়ে নিতে হয়
সে অভিমানী বড়
পাতাটির ক্লান্তি দেখি, নীরবতা দেখি
অবিমিশ্র শোক জমে জমে
কঠোর কঠিন পাথর জমেছে বিস্তর
তবু, দূরে কোথাও আজও বিসমিল্লাহ্ বাজে..

🍁
টালিগঞ্জ, কোলকাতা।
০৮|০৯|২০২২