যতোই কৌণিক দূরত্বে আড়ালে ঢাকো
নিজের যাবতীয় একান্ত গোপন
আমি বারবার প্রশ্নপত্র ফাঁস করে দিই
আঁকি শুধু সরলরেখা সমান্তরাল—
আজকাল আলুথালু চুলে জ্যোৎস্না মাখো
আর রোদের চুমু খেয়ে কলঙ্কের ভাগ নাও
শেষ রাতেও জিলিপির প্যাঁচ কষে
বিজ্ঞাপনে লুকিয়ে রাখো পোড়া তেল
অথচ, বিষণ্ণতা ধরা দেয় চোখের আয়নায়..
আমি তো জানি—
সোজাপথ ছেড়ে যতোই ন্যারো-বাইলেন ধরো
তোমার ফেলে আসা ছিন্নমূলে
আজও লেগে আছে প্রেমের পরমায়ু..