🍂
আমার কপালের আঢাকা তিলগুলি দেখে
তুমি বলেছিলে, ওসব সৌভাগ্যের সমূহ গ্রন্থিকাল
কীভাবে যে বোঝাই, আমার সৌভাগ্য শুধু তুমিই
জেনেছি আকাশের কত তারার আলো, দূরত্বহেতু
পৃথিবীকে স্পর্শ করতে পারে নি আজও
মহাশূন্য পানে চেয়ে দেখি তারাদের মিলমিশ
জড়াজড়ি করে কেমন রয়েছে যুগলে, অথচ
তারা নাকি রয়েছে পরস্পরে কয়েক আলোকবর্ষ দূরে
হৃদয়ের এত ব্যাকুলতা স্পর্শ করে নি তাদের
বৃত্তকে ছুঁয়ে থাকে তার স্পর্শক, তবুও
কীভাবে যেন অন্তরের সান্নিধ্য থেকে বহু দূরে...
স্পর্শময়তার প্রমাদ, নীতি-নিয়মের নরক-গুলজার
আমার বেদনার বাঁশবনে ছায়া ধরে ধরে সন্ধ্যা নামে
রোপিত মেঘের বৃষ্টি কপালের ঘাম হয়ে ঝরে
নয়নসুখ সম্পর্কের কাছাকাছি বসত করেও
তুমি-ছাড়া আমার দীর্ঘশ্বাস নিষ্কর্মা ব্যঞ্জনা বিষাদ
দ্বিধার আঁধারে সব আজ ভূপাতিত ভূমিতলে
কোলাহলকারী নিন্দুকেরা বলছে—
কাল হল কপালের তিল, সবই তো ললাটলিখন...

🍂
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ২৫|১১|২০২৩