স্মৃতিরা মুছে যায়
যন্ত্রণা দিয়ে যায়!

    এইতো দেখা হলো
    কতো কথা হলো
    কোথায় যে গেলো!

হন্যে হয়ে খুঁজি চারপাশে
একটুখানি বসি একপাশে
ভাবি, আর কি দেখা হবে
কেউ কি তার খবর দেবে?

    সেই কি প্রথম ও শেষ দেখা
    কতো যে সোহাগ মাখামাখা!

আজ ছিন্ন মালা
শুধুই অবহেলা!

     স্মৃতিরা মুছে যায়
     অন্তর পুড়ে যায়..

নিরন্তর দহন জ্বালায়
বেঁচে থাকা বিষম দায়!

13th July, 2020
at 05:12 pm
শিবপুর, হাওড়া।