লতানো গাছের অক্ষরবৃত্তে জড়িয়ে
ভালোবেসেছি তোমাকে।
উড়ন্ত ডানার পালকের ছায়ায়
আঁতুড়ঘর বুনেছি,
নিশিযাপনের প্রতিটি মুহূর্তের সহানুভূতি নিয়ে
কিছুটা মাটিতে মিশেছি, খানিকটা আগুনে পুড়েছি,
খাদ পুড়িয়ে পুড়িয়ে সোনালি রোদের মুকুট পরিয়েছি।
বুজরুকি কিংবা ছুঃ-মন্তর ছিল না কোথাও..
এরপরও সমূহ জীবন দেয়ালে টাঙিয়ে
তুমি দিকচক্রবালে মেঘমল্লারে দেখ আলো অভিসার!
এত তাচ্ছিল্য কিসের? কিসের এত মিথ্যাবরণ মেঘ?
ভালোবেসেছি,
ওইটুকুই তো আমার প্রাণের আকুলিবিকুলি স্রোত।
ফিরিয়েই যদি দেবে—
নাও তবে স্তব্ধ অপরাহ্ণের বিষণ্ণ ছায়ায়
বিধ্বস্ত ডানার ঝরে পড়া সবটুকু গলিত জখম!