ফিরে যেতে চাই,
তীব্র হলাহল ছেড়ে
নির্জন কোন অরণ্যে...
যেখানে শ্রাবণের মেঘ এসে
করতলে রাখে দু'ফোঁটা চোখের মেঘজল
ততক্ষণে সূর্য পাঠায়
একঝাঁক স্ফটিক-স্বচ্ছ রোদ্দুর অবিরল!
বুকের ভেতর অনুভূতি জাগে অন্যরকম
ঠোঁটে ঠোঁট রেখে
কেউ যেন কথা বলে ওঠে,... বকম বকম!
25th January, 2020
রবীন্দ্র আবাসন, টালিগঞ্জ, কোলকাতা।