বাঁচতে চাই, ...অল্পের জন্য যদি বেঁচে যাই
মুখে মুখে ঢাকা মুখোশ, সরকারি লকডাউন
বেপরোয়া আগুন, ... বারান্দা পুড়ে ছারখার
আগুনের লেলিহান শিখা অদম্য, ক্রমবর্ধমান...
মৃত্যু-মিছিল উপত্যকা জুড়ে অকাতরে
প্রাণে বাঁচার আশায় থাকি দূরে দূরে...
ঈশ্বরের পা চুমে মিশে যাই অন্ধকারে
ভোরের আশার আলো লুকোনো গহ্বরে!
7th April, 2020
রবীন্দ্র আবাসন, টালিগঞ্জ, কোলকাতা।