আলোআঁধারি খেলায় মাতে মন
হারিয়ে যায় স্নিগ্ধ আলো ছায়ায়
শুধু তোমাকে খুঁজে বেড়ায়
দু'হাতে তোমাকে ছুঁতে চায়।

আকাশে উঠেছে সন্ধ্যাতারা
দূর থেকে হাওয়ায় ভেসে আসে
মহুয়ার গন্ধ, সাঁওতালী মাদলের সুর
হাওয়ার উজানে এগোই, আরও এগিয়ে যাই
হারিয়ে যাই তোমার যৌবনের দুর্মর আহ্বানে
ছুঁতে চায় মন, তবু কিছুতেই ছুঁতে যে পারি না
দূর থেকে তোমার অপরূপ অবয়ব দেখি শুধু!

হারিয়ে যাই কল্পনার সৃষ্টিলোকে..
টুকরো টুকরো আমার সব স্বপ্ন আঁকি
স্বপ্ন থেকে উঠে আসা সৃষ্টির উল্লাসে মাতি
রাতভর মিশিয়ে চলি সাতরঙা রঙের সাথে
হৃদয়ের গভীর গোপন গহন উল্লাস!
তোমার চিত্ররূপময় আল্পনা এঁকে চলি,
হারিয়ে যাই, ক্রমশ হারিয়ে যাই..
তোমার শরীরের বাঁকে, উপবাঁকে;
মেতে ওঠে মন আলোআঁধারি খেলায়
ভীষণ এক যৌনতার গন্ধে, সৃষ্টির ছন্দে!

সৃষ্টির মধ্যেই যে আছে যৌনতার আকর
যৌনতা ছাড়া পার্থিব সবই তো প্রাণহীন ঊষর;
আগামীর সম্ভাবনা এগিয়ে চলে এভাবেই
সৃজন ছন্দে সৃষ্টির দীপশিখা জ্বেলে
প্রজন্ম থেকে প্রজন্মে,.. প্রলম্বিত লয়ে..!

25th June at 19:04, 2020
রবীন্দ্র আবাসন, টালিগঞ্জ, কোলকাতা।