🍁
পুরনো পোস্ট অফিসের ঠিকানা বিহীন বাতিল চিঠি রিজেক্টেড, ডেলিভারি না হওয়া একটা মাত্র চিঠি
একটা মাত্র বার্তা, কিংবা কোনও এক ইশারা...
ঠিক অলংকারের রত্নের মতো
আজও আলো জ্বেলে বসে আছে
অব্যবহৃত সামগ্রীর সৌন্দর্য কয়েক যোজন দূর
রত্ন, কখন যে কোন রূপে ধরা দেবে কেউ জানে না
আকাশ-পাতাল হাতড়ে ডাস্টবিনে রাংতা কাগজ পেলে
আজও উল্টে-পাল্টে খুঁজি সেই অলংকারের আলো
নকল ধাতুর কঙ্কাল পরা মানুষেরা
মত্ত পোকার মতো ঝাঁকে ঝাঁকে কোথায় উড়ে যায়
মনে হয়, ক্ষুদ্র এই পতঙ্গপ্রাণ টুকরো কাচে
কিংবা হীরককুচিতে পুড়ে গেলেই চির শান্তি!
রত্ন ছড়ানো এই দেশ—
খুঁজতে খুঁজতে বিকেলের হাটে যদি খুঁজে পাই
বেঁচে থাকার আজন্ম সংগ্রামী ইতিহাস
সেই প্রস্তরযুগ থেকে পাথর ঠুকে ঠুকে
আমার অসম্ভব প্রিয় অন্ধকারে
একটু আলো জ্বালাবার অদম্য উৎসাহ!

🍁
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ১৮|১১|২০২২