জীবন সায়াহ্নে ভাসে অতীত আলাপন
প্রতিশ্রুতি কথন, বিনোদন অথবা বেদন
মোনালিসার হাসিও উধাও যেন আজ
পোড়া বুকে ভস্ম মাখে ভোলা নটরাজ।
জীবন সায়াহ্নে থেমে যায় হৃদস্পন্দন
অদৃশ্য হাওয়ায় মেশে শ্বাসের গোপন
হোমের আগুন জ্বলে, বেজে ওঠে এস্রাজ
সৃষ্টির মুঠো মুঠো জন্মঘ্রাণ ছড়ায় আজ!
17th August, 2020
রবীন্দ্র আবাসন, টালিগঞ্জ, কোলকাতা।