বার্ধক্যের জীর্ণ শরীর যেন ভাঙা এক মন্দির
কত শতাব্দীর চিহ্ন নিয়ে দাঁড়িয়ে আছে
বিপুল স্থির!
কত জন্মের ঘোর..
প্রতিবার জন্মের পর সারা শরীর জুড়ে মহোৎসব
হৃদয় জুড়ে কত ভালোবাসা
স্নান, পুজোপাঠ, সাষ্টাঙ্গে প্রণাম
পুণ্যশ্লোকে কখনো বৈরাগ্যের প্রশান্তি!

অবাধ্য সময় চির ধাবমান..
উপেক্ষিত মাটির শোক
শরীরের পোড়া ঘ্রাণ ভাসে
মন্দিরের গর্ভগৃহে লাল সিঁদুরের আভা
সতত জায়মান এক পরম বিশ্বাস
জীবনের ভিতর দেখি জীবনের অধিক লীলা
জীবন এক লীলাময় আলোর ঈশ্বর!


টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল : ২৭|০২|২০২২