একটা সকাল থাক,
ভালোবাসার নামে
তোর মুখে আলোমাখা ভোর চুমে
একটা সকাল থাক,
তোর অগোছালো চুলে
হাতের ছোঁয়ায় আনাড়ি আঙ্গুলে
একটা সকাল থাক,
জলভরা শালুকপাতায়
অহংকারী রোদ তোর মরালগ্রীবায়
একটা সকাল থাক,
খুনসুটি আর পায়ে পায়ে ঝগড়ায়
তোর খ্যাপা পাগলামি আদিখ্যেতায়
একটা সকাল থাক,
তোর গোপন বিভায়
অভিমানী প্রেমের চিঠি উপুড় খাতায় ...
একটা সকাল থাক,
ভালোবাসার নামে
তোর গোপন প্রেমে
তোর কুসুম রঙের হৃদয়খামে .... !
14th February, 2020
রবীন্দ্র আবাসন, টালিগঞ্জ, কোলকাতা।