মানসিকতার বদল হোক,
চিন্তা-চেতনার নবজন্ম হোক
ক্ষমাশীল আলো জ্বলুক হৃদয়ে!
হাড় হিম করা ঘটনাপ্রবাহে...
ভেসে যাচ্ছে পীড়িত সময়,
হৃদয় বিদ্ধ করে,... বিপন্ন করে
পদদলিত করে দিয়ে চলে যায়
অহংকারী... দাম্ভিক পরাক্রমী শক্তি
অদ্ভুত এক জিঘাংসার বাতাবরণ
কন্ঠরুদ্ধ প্রতিবাদী স্বর...
আজ, গভীর পীড়ন থেকে
উঠে আসে গাঢ় বেদনার আর্তনাদ!
হে মানুষ,
আজ মানসিকতার বদল ঘটাও
মননে মুক্ত চিন্তার ফুল ফোটাও
হৃদয়ের মৌচাকে জমাও
আপৎকালীন...
... ফোঁটা ফোঁটা মধুর ভালোবাসা!
7th January, 2020
রবীন্দ্র আবাসন, টালিগঞ্জ, কোলকাতা।