🍂
পুতুলখেলা আর এক্কা-দোক্কায়
মেয়েটা কখন যেন পেরিয়ে যায় কুমিরডাঙা
দূরে কুমারী নদীটার বুকে উজান জোয়ার
মনের পাড়ে ছলাৎ ঢেউ উথাল পাথাল
রক্ত-শিরায় জেগে ওঠে কামনা-কাঞ্চন!
অথচ, কৃষ্ণচূড়ার তলে
কেন বাজে না সেই রাখালিয়া সুর?
কোনো বোধ নেই, বোধি নেই যাতনার এই কালে।
পলাশবনে আজ শ্বাপদের আনাগোনা
রক্তমাখা দাঁতের উল্লাসধ্বনি...
সাময়িক পানীয়-বিরতির মাঝে
নৈঃশব্দ্য পেরিয়ে যায় স্থাবর-জঙ্গম
সাধের চারণভূমিতে কারা যেন হয়েছে মুখর
শ্বাপদ-শয়তানের এখন উদগ্র সঙ্গম!

ধাবমান বসন্তের পায়ে শীতল জখম,
বসন্তেও পাতা খসে, পাতা ঝরে..
ঝরে যায় আমাদের অগ্রন্থিত ছিটেফোঁটা সুখ!

🍂
টালিগঞ্জ, কোলকাতা।
২৬|০১|২০২২