🍁
যে ভাষা আমার মুখের ভাষা
যে ভাষা বাংলার প্রাণের
যে ভাষায় কবি শব্দ বুনে
রচনা করেন গানের —
যে ভাষায় আবেগে আর অভিমানে
মমতা আর ক্রমান্বিত সান্ত্বনায়
খুঁজে পাই বাঁচার মানে
যে ভাষায় গড়ে ওঠে সম্পর্ক
শিরায় শিরায় রক্তের স্পন্দনে
সে ভাষায় পাই বাঁচার মন্ত্র
আলিঙ্গনে হৃদয়ের বন্ধনে।
ভাষা নয় শুধু ব্যাকরণ কথা
নির্বাক চোখে জানায় যে ভাষা
প্রেম, হাসি-আনন্দ, দুঃখ-ব্যথা
যে ভাষার ঋণে উনিশে-একুশে
হারিয়েছি ভাই, ঝরিয়েছি রক্ত-ঘাম
সে ভাষাই আমাদের বাঙালির
বেঁচে থাকার আমৃত্যু সংগ্রাম!

🍁
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ১৯|০৫|২০২২

**(উনিশে'র ভাষা আন্দোলনের স্মরণে)