'করোনা' : হে ফাগুন!
কাকে ছোঁবে তুমি, কোন অজুহাতে
কাকে মাখাবে আবির?
আগামী বসন্তেও আমি,
পাকাপাকিভাবে আসরে থাকবো হাজির!
ফাগুন : আমি জানি না 'করোনা',
মানি না 'করোনা'।
ফাগুন,.... সে যে আগুন,
তুমি আগুন নিয়ে খেলো না!
আবির মাখাতে ছুঁয়ে দিতে, লাগে না
কোনও অজুহাত...
আমি বাসন্তী-রঙ ছুঁয়ে, পলাশে আবিরে
মিশে...
ভালোবাসায় করবো বাজিমাত...
মানি না কোনও 'করোনা'র পরোয়ানা
আমি ভালোবাসায় হবো যে দিওয়ানা!
19th মে, 2020
রবীন্দ্র আবাসন, টালিগঞ্জ, কোলকাতা।