ক্ষমতার অধিষ্ঠাত্রী দেবী তুমি, সুউচ্চে আসীন
সাধনার সিদ্ধিপীঠে উত্থিত ক্ষমতার পাশে
সঞ্চিত কেবল কুন্ডলীকৃত রাত্রিধূমরাশি..
পুণ্য নেই, যজ্ঞভূমি আজ পাপ-পীড়িত রসাতল!
কবিতার কাছাকাছি দাঁড়িয়েছে সময়,
আলোর জ্যোতির খোঁজে, দাঁড়াও কবিতার পাশে
অথচ, কবিতার প্রজ্ঞা, তার তীক্ষ্ণ মেধাবলয়ের
ধারে কাছে পৌঁছোতে পারো না কিছুতেই—
ক্রুদ্ধ আঁচড়ে ছন্দ মেলাও, করো কবিতা-তর্পণ
তৃষিত পারিষদ মাঝে ফুটে ওঠে কবিতাপুরাণ।
ক্ষমতার কুক্ষিগত পুরস্কারে আজ দৃশ্যের ভ্রূকুটি!
মর্যাদা, —দূরে সরে সরে যায়..
বেচারা পাঠককুল প্রমাদ গোনে;
চোখে মুখে বিস্ময়, .. বিভ্রম জাগে মনে!