🍂
বিচ্ছেদ জানে
নিরবচ্ছিন্ন দ্বন্দ্বের নামই জীবন
ছলনা আর বিশ্বাসের সিঁড়িভাঙা খেলা
সম্পর্ক নিয়ে বসবাস, নাড়াচাড়া হয় অনেক
গিঁটটা আলগা হতে হতে, তবু লেগে থাকে
পায়ের নিচে মাটিও আলগা, অস্থির হয়ে ওঠে
বিশ্বাসের পাহাড়ে ব্যাপক ধ্বস নামে...
মেরুদণ্ডী জীবন তবু মাথা উঁচু স্বপ্ন-মায়ায়!
মনমেঘের নিচে ঘাপটি মেরে বসে থাকে নিয়তি
চুরি হয়ে যায় স্বপ্ন, পড়ে থাকে শুধু দীর্ঘশ্বাস
বিভ্রমের অনুরণনহীন ফুসফুসে হাঁসফাঁস
ভবিতব্য শুধুই হারিয়ে দিতে চায়
জীবনকে দাঁড় করায় বিচ্ছেদের বারান্দায়।
জেদ আর বিশ্বাসের সাথে সম্পর্কের রসায়নে
তবু জীবনের হার-জিতে নিরন্তর বুঁদ হয়ে থাকা
তবুও নির্জনতার অন্ধকারে শরীরী গন্ধ-আবেশ
মনের গোয়েন্দা রাখে তীক্ষ্ণ নজরদারি
তার গোপন ক্যামেরা-চোখে নির্নিমেষ!
🍂
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ০১ নভেম্বর ২০২০