🍁
গতকাল একজন ক্ষমতাধর
আর একজন নিরপরাধ দুর্বল মানুষকে
সজোরে লাথি মেরেছে
তাতে নাগরিক সমাজ বেজায় চটেছে
একবাক্যে সবাই বলছে—
সামনাসামনি তার দেখা পেলেই কেটে ফেলবে
ভিড়ের মাঝে এক বৃদ্ধ লোক জিজ্ঞেস করলেন
কে কে এই কাজ করতে পারবে হাত তোলো
একটি হাতও উঠল না...
আশ্চর্য, সবাই পারে— কিন্তু
তাদের কেউই একা আমি কিংবা তুমি নয়
তাহলে কি আমরা উভয়পক্ষ গঙ্গানদীর তীরে
দেখা করে পরস্পরের এই পাশবিক উন্মাদনা
আসন্ন গ্রীষ্মের জলপ্লাবনে ভাসিয়ে দেব?
বৃদ্ধ লোকটি তখন, "বিপ্লব দীর্ঘজীবী হোক"...
কথাটির শরীর এফোঁড়-ওফোঁড় করে
খুব ভালো করে পরীক্ষা-নিরীক্ষা করতে লাগলেন
বিপ্লবের অবশিষ্ট ক্রোমোজম-টা আজও
জিন্দা আছে কিনা!
🍁
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ১০ এপ্রিল ২০২৫