এমন খুশির উৎসবে ঘরে ফিরুক সব প্রিয়জন,
হাতে হাত রেখে পরস্পরে করুক আলিঙ্গন
আলোর উৎসব, আনন্দে রঙিন হবে তখন।
মা চিঠিতে লিখেছেন কাঁপা কাঁপা অক্ষরে, ...
"এবার পুজোয় তোকে আসতেই হবে ঘরে
তোকে দেখতে বড়ো ইচ্ছে করছে ভীষণ
কতো দিন দেখিনি, আমার মানিক রতন!"
কু-ঝিক-ঝিক রেলেগাড়িতে ফিরছি দেশে
ছেঁড়া স্বপ্নেরা জড়ো হয় মনের চারপাশে
মায়া-মমতা ভরা গ্রাম, ছড়িয়ে আছে প্রকৃতির মাঝে
ধানগাছেরা অভিবাদন জানায় ভোরের শিশিরে ভিজে
উঠোনের সবুজ পুঁইমাচা, ডাল ভরা শিউলির গন্ধ
শান বাঁধানো কলতলায় বাসনের ঠোকাঠুকি শব্দ
হারিয়ে যাওয়া শৈশবের চেনা ছবি ঘুরেফিরে আসে
মায়ের হলুদ-মাখা, ঘামে ভেজা শরীরের গন্ধ ভাসে
সীমাহীন আনন্দে ভরে ওঠে বুক, জুড়ায় প্রাণ মন
সোহাগ আদরে ভরা পরম স্নেহের মায়ের আলিঙ্গন!
এমন খুশির উৎসবে ঘরে ফিরুক সব প্রিয়জন, ...
মিলেমিশে যাক শেকড়ে গাঁথা হৃদয়ের অবলম্বন!