কবিতা আসে নিঃশব্দে চুপিসারে
কবিতা আসে নিঃসীম অন্ধকারে
নিয়ে যেতে উজ্জ্বল আলোর পারে।
কবিতা প্রেরণা দেয় আমার চিত্তে
অন্তর্লোকের গহিনতম প্রদেশের
দুর্লঙ্ঘ সীমানা পেরিয়ে যেতে।
কবিতা আমাকে স্বস্তি দেয়
শান্তি দেয়, হাসায়, কাঁদায়
জ্বালায়, পোড়ায়, ভাসায়।
কবিতায় একাত্ম হই মাটির সঙ্গে
তার মাতাল সোঁদা গন্ধের সঙ্গে
তার অন্তর্গত জলপ্রবাহের সঙ্গে।
কবিতা সমাজের কথা বলে
দশের কথা, দেশের কথা বলে
কবিতা মানবতার কথা বলে।
অন্যায় অবিচারের বিরুদ্ধে
কবিতা প্রতিবাদের ভাষা বলে
প্রকৃতির কাছে, প্রত্যয়ের কাছে
আমাদের দায়বদ্ধ করে তোলে।
জুড়ে আছি অবিচ্ছেদ্যভাবে কবিতায়
বেঁচে আছি কবিতার ভালোবাসায়
মরতেও চাই কবিতার আগ্নেয় লাভায়।।
8th November, 2018
কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র উপনগরী।