যদি সব ভুলে,
তোমার হাত ধরে চলি
পেরিয়ে দুঃস্বপ্নের কানাগলি
বেজে ওঠে জীবনের কথাকলি, ...

যদি সব ভুলে,
হঠাৎ আলোর দিকে ফিরি,
অকপট সূর্যোদয় নিয়ে কান্ডারী
হে ঈশ্বর, হও জীবনের দিশারী!

1st November, 2019
রবীন্দ্র আবাসন, টালিগঞ্জ, কোলকাতা।