প্রয়োজনের কথা ফুরিয়েছে আগেই—
এখন অপ্রয়োজনের মাঝে
ভারহীন কিছু উজ্জ্বল স্মৃতির ভিতর
এখনও বকুল গন্ধ, এখনও বসন্তের বাতাস
ঋতুর কোনও বিরতি নেই, তাই
উঠোন জুড়ে এখন কৃষ্ণচূড়া পলাশের আগুন
শুধু, —বৃষ্টির ফোঁটায় ফোঁটায়
ঝরে পড়ে খানিক সোনালি বিষাদ..
কুহকের জলে তোমার স্নানরতা বিভঙ্গ
সেদিন আমায় আগ্রহী করেছিল ভীষণ;
কথার ভাষায় আছে জানি কিছু বক্রধর্ম
ভাষায় সন্দেহ রেখে তাই
ভুলে যাওয়া যত ভুলের পেয়ালায়
স্মরণচিহ্নের মতো যাবতীয় দৃশ্য আজ
শেকলে বাঁধা অন্তর্স্রোতে বসন্ত রাঙায়!
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল : ০৫|০৩|২০২৩