🍁
এইবেলা যতটুকু পারো কেঁদে নাও
শুধু কিছুটা আদর বাঁচিয়ে রেখো
বটগাছের শরীর জুড়ে ঝুরি যেমন
থাকে ভালোবেসে জড়িয়ে পেঁচিয়ে নিরালায়
জীবনের রন্ধ্রে রন্ধ্রে সঞ্চয় রাখে ক্ষুধা পিপাসার গান
সবুজ প্রেম আঁকে জলজ চোখের পাতায়।

ওগো কাজল নয়না, দৃষ্টি ফেরাও, আনত হও
কান্না যেন হয়, ঠিক চোখের কাজলের মতো
অন্ধকারের চির কলঙ্কিত কালো জানে
ছায়াপথ ঠেলে ঠেলে গচ্ছিত আলো তার
ঠিক কতটা অক্ষত!

🍁
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ২৮|০৬|২০২৩