যেতে যেতেই বেশ চলছিল জীবন
ঘুরে ফিরে হচ্ছিল ঋতু পরিবর্তন
রাজপথে লুটোপুটি বসন্তের ঝরাপাতা।
তারপর, যেতে যেতে হঠাৎ সন্ধ্যা নামে
আবছায়ায় একটা বিড়াল পেরিয়ে যায় রাস্তা
মনের মধ্যে অমঙ্গলের ছায়া কিঞ্চিৎ দীর্ঘ হয়
থেমে যাই, সাময়িক যাত্রা-বিরতি —
সবুজ-সংকেত কখন আসবে ঠিক জানি না
আমি তাই থেমে থাকি,
পিছনে ফিরে দেখি
থেমে গেছি আমরা সবাই।
চারিদিকে স্থবিরতার অনন্ত স্তব্ধতা..
স্তব্ধতার ভিতর প্রস্তুতি চলে অন্য এক যুদ্ধের!