🍂
সারাদিন বিত্তের নেশায় মত্ত মানুষ
ঘরে ফিরে প্রমত্ত নেশার ঠোঁটে রঙিন ফানুস বাগানের ফুল হারেমের ফুলদানিতে
শুকিয়ে গেছে কবে...
ঝরনাহীনতায় আজ ভুগছে পাহাড়
প্রেমহীনতার ঘরে সম্পর্কের দূরত্ব বাড়ে
জানালা আর আকাশের মাঝে কোনো দিগন্ত নেই ঘোমটা মাথায় নববধূটির ঋতু আঁকে না পূর্বরাগ কুঞ্জ উজাড় করা রাতে শাড়ির আড়ালে
শরীরে কেঁপে ওঠে নদী ও অরণ্যের স্তব্ধতা
জীবনের দৃশ্য-অদৃশ্য, অন্তর-বাহির জুড়ে থাকা উচাটন ভাবনারা তাকে মুক্ত হতে বলে
আজকাল জানালার রেলিং ধরে দাঁড়ালে
নিজেকে তার কয়েদীর মতো বন্দী মনে হয়...

🍂
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ০৪|০৯|২০২৩