🍂
উত্থান পতন নিয়ে অসম্পূর্ণ বেঁচে থাকা
ভুলে যাওয়া আর ভুলে থাকা বারোমাস
উত্তাপের অনুষঙ্গ ঘিরে থাকা সহস্র চাহনি
আগুন নিভে গেলে নিমিলিত চোখে ছায়া নামে
সমষ্টির বেড়াজালে পড়ে চাঁদ দেখে সবাই
অথচ প্রতিটি হৃদয়ে শূন্যতার ধ্বনি!
ফেনিল ঢেউয়ের অভিমুখে মুখ রেখে
সারারাত অপেক্ষায় জেগে থাকি—
কানপাশা ভেসে আসে, মুগ্ধতা জেগে ওঠে
লোহা গলে জল হয়, জলের সীমানা বাড়ে
সন্দেহ গভীর হলে, পড়ে থাকে বেলাশেষের ডাঁটি
ব্যক্তিগত কামনা কিছু খামচে ধরে রুক্ষ মাটি
রতন খুঁজতে গিয়ে মরণ ঝাঁপিয়ে আসে
চেয়ে দেখ এখন— ছাপিয়ে বৃষ্টি নামে কি?
অসমাপ্ত বাঁচা আমার এখনও যে ঢের বাকি!
🍂
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ২২|১১|২০২৩