এই তো সেদিনের কথা
আষাঢ়ের মেঘলা বৃষ্টিদিন
সে ছিল বড় আবেগের দিন
মেঘদল উড়ে যাচ্ছিল নাগালের বাইরে..
আজ, খুব মনে পড়ে—
সেই রিমঝিম বৃষ্টির ছন্দ
লুকোনো হাসিতে নত ভ্রূ-পল্লব
কুঁড়ি মেলে আকাশ দেখার আগেই
আঁচলের রঙ চুরি করে নিয়ে গেছে তার
কোনও এক অজানা পাখি
সংসারের আবর্তে জড়িয়েছে আঁচল
মুখোশে মুখ ঢাকা, শোক চাপা বুক
তবুও প্রাত্যহিক দিনযাপন
গড্ডলিকা প্রবাহে চলা তার অবিরত
জমাট অন্ধকারে বিছানার পাশে
চেনা শব্দেরা ফিরিয়ে নিয়েছে মুখ
শিরায়-উপশিরায় স্নায়ুযুদ্ধ
দেশ দখলের আগ্রাসী যুদ্ধ প্রতি রাতে
শোণিতে ভাসে অবিন্যস্ত রঙচটা আঁচল
আষাঢ়ের মেঘে তবু অবিরাম বৃষ্টিপাত!