রোদের আঁচে,
সেঁকে নিতে চাই সারা শরীর
শরীরের যতো স্যাঁতস্যাঁতে আর্দ্রতা
চোখের জলে শ্রাবণ ঝরেছে এতোকাল
আজ শরীর জুড়ে রোদ্দুর ঢেলে নেবো অবিরল।
আগুন আর জলে তীব্র হলাহল
রোদ মেখে মেখে উত্তাপ শুষে নিতে নিতে
বুকের গভীর থেকে একটা প্রাণ জেগে ওঠে!
রোদের আঁচে অঙ্গ পোড়ে
পোড়ে মন শেষমেশ
হৃদয়ের আগুন সেঁকা গন্ধ পাই..
ভালোবাসার সর্বগ্রাসী আগুনে নিমজ্জিত হই!
15th July, 2020
at 12:22 a.m.
রবীন্দ্র আবাসন, টালিগঞ্জ, কোলকাতা।